অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরের জন্য ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রডকে। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর এটাই প্রথম সফর ইংলিশদের।
উইন্ডিজ সফরে অ্যান্ডারসন-ব্রডের না থাকার প্রসঙ্গে ইসিবি’র অন্তর্বর্তীকালীন পরিচালক অ্যান্ড্রু স্ট্রস জানান, এই সিদ্ধান্ত ‘ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে তাদের জন্য এটাই শেষ নয়। ’অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর বড় ধরনের পরিবর্তন এসেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডে। চাকরি হারিয়েছেন অ্যাশলে গিলস, ক্রিস সিলভারউড ও গ্রাহাম থর্পে।
এবার দল থেকে বাদ পড়লেন টেস্টে ইংল্যোন্ডের দুই শীর্ষ উইকেটশিকারি। খড়্গটা বোলারদের ওপর নামলেও মূলত অস্ট্রেলিয়ার ব্যর্থ হয়েছিল ইংলিশ ব্যাটাররা। তবে অ্যাশেজের তিন টেস্টে অ্যান্ডারসন রান দিয়েছেন ২৩ গড়ে। ২০২০ থেকে ২২ গড়ে রান দিয়েছেন তিনি। অন্যদিকে, ব্রড তিন টেস্টে ২৬ গড়ে রান দিয়েছেন ব্রড। তবে চতুর্থ টেস্টে নেন ফাইফার। অস্ট্রেলিয়ায় এই দুই অভিজ্ঞ পেসারের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারেনি ইংল্যান্ড। গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্টে উভয়ে ছিলেন বিশ্রামে।
ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাথিউ ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পারকিনসন, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।