স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মুখে ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে৷ নির্যাতিতা অন্তঃসত্ত্বা মহিলার দাম পূজা ত্রিপুরা৷ অভিযুক্ত স্বামীর নাম অভি জয় ত্রিপুর৷ নির্যাতিতা অন্তঃসত্ত্বা মহিলা এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্ত স্বামী অফিসে ত্রিপুরাকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ অভিযুক্তের বাড়ি মনুর মুখ বাহাদুর পাড়ায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার বিবরণে জানা যায় গত বেশ কিছুদিন ধরেই অন্তঃসত্ত্বা মহিলা পূজা ত্রিপুরার সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের পারিবারিক বিরোধ চলছে৷পারিবারিক বিরোধের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে৷
প্রতারিতা গৃহবধূ শেষ পর্যন্ত তার বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে৷ প্রতারিত গৃহবধূ অভিযোগ করেছে এর আগেও তার একটি সন্তানকে নষ্ট করে দিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা৷ এ ব্যাপারে অন্তঃসত্ত্বা নির্যাতিত মহিলা থানায় মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করেছে৷অন্য কোন মহিলার সাথে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি নির্যাতিতা মহিলা আবেদন জানিয়েছে৷