Biplab Deb: মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে রাজ্যের নাগরিকদের অধিকার সর্বাগ্রে, বললেন বিপ্লব দেব

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।।শুধুমাত্র জনতার দ্বারা নয়, জনতাই সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে রাজ্যের নাগরিকদের অধিকার সর্বাগ্রে। বিগত দিন থেকে পরিষেবার অভূতপূর্ব মানোন্নয়নের নিদর্শনস্বরূপ আমার ও আমার পরিবারের সম্পূর্ণ চিকিৎসাও জিবি হাসপাতালের চিকিৎসক দ্বারাই হয়ে থাকে। কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

মঙ্গলবার আগরতলায় বনকুমারিতে স্বাস্থ্য দপ্তরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সদিচ্ছা ও আহ্বানে সারা দিয়ে, ত্রিপুরা থেকে রাজ্যের বাইরে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগনও রাজ্যমুখী হচ্ছেন।

বিভিন্ন রোগ প্রাদুর্ভাব থেকে সমস্ত গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষার্থে অত্যাবশ্যকিয় প্রাপ্য টিকাকরণের লক্ষ্যে মিশন ইন্দ্রধনুষ-এর অন্তর্গত রাজ্যেও বিশেষ কর্মসূচি গৃহীত হয়েছেl রাজ্যে প্রথম বারের মত সম্পন্ন হওয়া সফল ওপেন হার্ট সার্জারি সহ কিডনি, নিউরো সহ সমস্ত জটিল রোগের রাজ্যেই উন্নত চিকিৎসার লক্ষ্যে গুচ্ছ উদ্যোগ সফল বাস্তব রূপ পেয়েছে।

মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করে বলেন যে জিবি হাসপাতালের ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে আর এর দুদিন পরেই সেখানে ওপেন হার্ট সার্জারি হলো। বাম আমলে কোন মন্ত্রীকে দেখিনি জিবি হাসপাতালে ন্যুনতম রক্ত পরীক্ষা করাতে আর এখন আমি সহ আমার পরিবারের সবার কোভিডের চিকিৎসা জিবির চিকিৎসকরা করেছেন। আমার উপর এখন প্রথম অধিকার জনতার। আমার মা বা আমার পরিবারের আগে রাজ্যের জনগণের অধিকার আমার উপর প্রথম।

মুখ্যমন্ত্রী বলেন, আমার আপিলে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় এসে রাজ্যের প্রথম ওপেন হার্ট সার্জারি করলেন রাজ্যেরই ভূমিপুত্র। রাজ্যের প্রথম বাইপাস সার্জারি যার হয়েছে বিধান ভৌমিক তিনি আমার সঙ্গে দেখা করে বলেছেন যে আমার পিতা আমায় জন্ম দিয়েছে আর আপনি আমায় জীবনদান দিয়েছেন। তাঁর মা অশ্রুসজল নয়নে জানান যে সবকিছু বিক্রি করেও তাদের দ্বারা ১০ লক্ষ টাকা খরচ করে বাইপাস সার্জারি করানো সম্ভব ছিল না।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?