স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।
মঙ্গলবার বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ জানিয়েছেন সুদীপ রায় বর্মন এবং আশীষ সাহা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসেবে পরিগণিত হবেন। সোমবার দুপুর থেকে তারা প্রাক্তন বিধায়ক হিসেবে পরিগনিত হবেন। অধ্যক্ষ আরও জানিয়েছেন সীমনা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগপত্র খতিয়ে দেখা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যেই এই বিধায়কের বিষয়টিও সুরাহা হয়ে যাবে।
রাজ্য বিধানসভার যে সমস্ত কেন্দ্রে উপ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেগুলিতে উপ নির্বাচনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার বিজেপি বিধায়ক সুদীপ বর্মণ এবং আশিস সাহা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে বিধায়ক পদে পদত্যাগপত্র দাখিল করেছিলেন।