অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। বলিউডের বিশ্ব নন্দিত অভিনেত্রী ঐশ্বরিয়া ব্যক্তিগত জীবনে বারবার নানা বিতর্কে জড়িয়েছেন। এবার তাকে নিয়ে নতুন এক বিতর্ক সামনে এসেছে। ফিল্মি ভয়েস ডটকম রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে আসিফ আলি জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালে তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার জন্য ১০ কোটি টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া।
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহীদ মাসুদ এই বিস্ফোরক দাবি করেছেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শোয়ে এ কথা বলেছেন মাসুদ। জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন যে পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বরিয়া। সে জন্যই নাকি তাকে ১০ কোটি টাকা দেন জারদারি।
জারদারি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। অবশ্য শাহীদ মাসুদ তার দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। ওই অনুষ্ঠানের কোনো ভিডিও কিংবা কোনো প্রত্যক্ষদর্শীও নেই। তবে মাসুদের তার দাবি ওই অনুষ্ঠানে উপস্থিত জারদারির এক ঘনিষ্ঠ সূত্র তাকে এ তথ্য জানিয়েছিলেন। এ ব্যাপারে ঐশ্বরিয়া কখনো মুখ খোলেননি। তবে যখন পাকিস্তানের গণমাধ্যমে ওই খবর সামনে আসে, তখন নাকি সাবেক বিশ্ব সুন্দরী মনোঃক্ষুণ্ন হয়েছিলেন।
১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন ঐশ্বরিয়া। তারপর অবধারিতভাবেই বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেন। একসময় সালমান খান ও তার সম্পর্কের খবরে সরগরম ছিল টিনসেল টাউন। কিন্তু পরে সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন অভিনেত্রী। সেই ধাক্কা সামলাতে নাকি বলিউডের ‘দাবাং’ খানের অনেক সময় লেগেছিল। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়ার।