অনলাইন ডেস্ক, ৮ ফেব্রুয়ারী।। রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ার গুঞ্জন নিয়ে এখন কোনো কথা বলতে চান না পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। সামনেই চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে ম্যাচ পিএসজির। এমবাপ্পে জানিয়ে দিলেন, তার ভাবনা এখন একটাই- রিয়াল মাদ্রিদকে হারানো।
লিগ ওয়ানে লিলের বিপক্ষে পিএসজির ৫-১ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলেন এমবাপ্পে। যিনি প্যারিসের ক্লাবটির হয়ে ম্যাচটিতে এক গোল করেন। সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পে চুক্তি সেরে ফেলেছেন বলে খবর প্রকাশ হয়। এ নিয়ে করা প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলছেন, ‘আমি এখন শুধু মাদ্রিদকে হারানোর দিকে মনোনিবেশ করছি, এরপর দেখব কি হয়। ’
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আরো বলেন, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। এমনকি মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি যদি পরিস্থিতিতে বদল আনে এবং যদিও আমি চাইলেই এখন যা ইচ্ছে করতে পারি, তারপরও এই ধরনের কিছু আমি করব না। আমি কোনো প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে কথা বলব না। ’