অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। রবিবার রাতে ট্যুইট করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। দীর্ঘ পরীক্ষার মাধ্যমে ডাঃ রেড্ডিস ল্যাবরেটরিতে তৈরি হয়েছে স্পুটনিক লাইট ভ্যাকসিন (Sputnik Light COVID-19 vaccine)।
দিনকয়েক আগেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে করোনার ভ্যাকসিন হিসাবে রেজিস্টার করার জন্য প্রস্তাব জমা দিয়েছিল ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি। সারাদেশে মাত্র পাঁচ জায়গায় হয়েছে এই স্পুটনিক লাইট সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ট্রায়াল। যার মধ্যে ছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতাল।
তবে যারা ট্রায়ালে টিকা নিয়েছেন তাদের কারুরই কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে এই ভ্যাকসিন ৭৫% কার্যকরী বলে দাবি করা হয়েছে প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে।