Corona: দেশজুড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। করোনার তৃতীয় ঢেউ এখন প্রায় অতীত। দেশজুড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত নেমে এসেছে ১ লক্ষের নিচে। সরকারি হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮৭৬ জন। ২২ শতাংশ কমেছে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের।

সব মিলিয়ে এখন ভারতে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ৭২ হাজার ১৪ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জনের। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১১ লক্য ৮ হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১ লক্ষ ১৬ হাজার ৭৩। ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন রোগী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন।

এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৬ লক্ষ ৬০ হাজার ২০২ জন রোগী সুস্থ হয়েছেন। দেশে রিকভারি রেট বর্তমানে ৯৬.১৯ শতাংশ। দেশের যে রাজ্যগুলিতে এখনও করোনার বাড়বাড়ন্ত রয়েছে সেগুলি হল কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ। কেরলে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। মহারাষ্ট্রে ৯ হাজার ৬৬৬ জন, কর্ণাটকে ৮ হাজার ৪২৫ জন, তামিলনাড়ুতে ৬ হাজার ১২০ জন ও মধ্যপ্রদেশে ৫ হাজার ১৭১ জনের করোনা ধরা পড়েছে গত ২৪ ঘণ্টায়।এই রাজ্যগুলিতে ৬৬.৯ শতাংশ মামলা নথিভুক্ত হয়েছে। শুধুমাত্র কেরলেই ৩১.৮৭ শতাংশ করোনা রোগী রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষ ৭০ হাজার ৫৩ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে ১৬৯ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার ৭৫৫ জন করোনা টিকা পেয়েছেন। ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৫৬ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার তৃতীয় ঢেউ প্রায় চলে গেলেও রাশ আলগা করার প্রশ্নই আসছে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতদিন যেভাবে সতর্কতা মেনে চলা হয়েছে, এখনও সেভাবেই চলতে হবে। নাহলে করোনার চতুর্থ ঢেউ আসতে আর বেশি দেরি হবে না। তার উপর করোনা কমে যাওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার পথে। ফলে খুলে গিয়েছে যানবাহন, রেস্তরাঁ, অফিস সহ প্রায় সব কিছুই। তাই এখন আরও সতর্কতা মানতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?