অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। ফুটবল ক্যারিয়ার শেষ করার খুব কাছে চলে এসেছেন মার্সেলো। ২০২১/২২ মৌসুম শেষ হওয়ার পর অবসর নেওয়ার চিন্তা করছেন ব্রাজিলিয়ান লেফ্ট-ব্যাক। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ২৩ শিরোপা জিতে পাকো গেন্তোর রেকর্ডে ভাগ বসিয়েছেন মার্সেলো। ৩৩ বছর বয়সী তারকার এখন কেবল একটাই স্বপ্ন— গত ১৮ জানুয়ারি ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করা সান্তিয়াগো বার্নাব্যুর সাবেক তারকার রেকর্ডটি ভেঙে দেওয়া।
লস ব্লাঙ্কোসরা চলতি মৌসুমে লা লিগা বা চ্যাম্পিয়নস লিগ জিতলেই গেন্তোকে পেছনে ফেলে রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি শিরোপার মালিক হবেন মার্সেলো। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর কী করবেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার? বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক পাকো গঞ্জালেস জানিয়েছেন, অবসরের পর মডেলিংয়ে নাম লেখাবেন মার্সেলো। কাদেনা কোপের ‘তিয়েম্পো দে জুয়েগা’ অনুষ্ঠানের পরিচালক পাকো গঞ্জালেস জানান, ‘তিনি (মার্সেলো) আর ফুটবল খেলা চালিয়ে যেতে চান না। ’
পাকো আরও বলেন, ‘তিনি রিয়াল মাদ্রিদের হয়ে আরেকটি শিরোপা জিততে চান। যা গেন্তোর চেয়ে একটি বেশি হবে। এরপর তিনি ফুটবলকে বিদায় জানাবেন। ’এই স্প্যানিশ সাংবাদিক বলেন, ‘তারপর, তিনি ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে এক উত্তর আমেরিকান পোশাক ব্রান্ডের হয়ে মডেলিং শুরু করবেন। সম্ভবত তিনি এমন এক ব্রান্ডের মডেল হবেন, যারা বক্সার শর্টস বা আন্ডারওয়্যার বিক্রি করে। ’