অনলাইন ডেস্ক, ৭ ফেব্রুয়ারী।। বার্সেলোনায় যোগ দেওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নামলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। গোল করার সঙ্গে লাল কার্ড দেখলেন দানি আলভেস। ঘটনা বহুল এক ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারাল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রবিবার ৪-২ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। সুবাদে দিয়েগো সিমেওনের দলকে পাঁচে ঠেলে লা লিগার টেবিলে চার নম্বর স্থানটা দখল করেছে জাভি হার্নান্দেসের দল।
লুইস সুয়ারেসের পাস থেকে ইয়্যানিক ফেরেরা কারাস্কো ৮ মিনিটেই এগিয়ে দেন আতলেতিকোকে। তবে বার্সা দুই মিনিটের মধ্যে সমতায় ফেরে জর্দি আলবার গোলে। যে গোলের জোগানদাতা ছিলেন আলভেস। ২১ মিনিটে গাভি ২-১ এ লিড এনে দেন বার্সাকে। ৪৩ মিনিটে ব্যবধান ৩-১ করেন রোনাল্ড আরাউহো। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আলভেস গোল করলে ৪-১ এ লিড পায় বার্সা। ৫৮ মিনিটে সুয়ারেস গোল করলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় আতলেতিকো।
৬৯ মিনিটে আলভেস লাল কার্ড দেখলে বার্সা পরিণত হয় ১০ জনে। তবে ২০ মিনিটেরও বেশি সময় আতলেতিকোকে রুখে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় বার্সা। ২২ ম্যাচে ১০ জয় ও ৮ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বার্সা। তাদের সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পাঁচে আতলেতিকো। ৫০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে। এদিন যারা গ্রানাদার বিপক্ষে লড়বে।