অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। উত্তরপ্রদেশে প্রতিবাদের এক পরিচিত মুখ বিজয় সিং। একসময় শিক্ষকতা করতেন। বেশ কয়েক বছর আগেই অবসর নিয়েছেন তিনি।
রাজ্যে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ প্রশাসনের দাবিতে গত ২৬ বছর ধরে তিনি ধরনা আন্দোলন চালিয়ে আসছেন। তিনিই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিধানসভা ভোটে (UP Election 2022) প্রার্থী হবেন বলে জানান।
গোরক্ষপুর কেন্দ্রে যোগী লড়াই করছেন। প্রবীণ শিক্ষক বিজয় সিং বলেন, বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, গত ২৬ বছর ধরে যারা উত্তরপ্রদেশের ক্ষমতায় রয়েছে তারা কেউই জমি মাফিয়াদের বিরুদ্ধে এতটুকু ব্যবস্থা নেয়নি। দুর্নীতি দূর করার অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিলেন যোগী। তাঁকেও বিষয়টি একাধিকবার জানানো হয়েছে।
কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। বরং তলে তলে জমি মাফিয়াদের সমর্থন করে গিয়েছেন। বিষয়টি মানুষের সামনে তুলে ধরতেই তিনি যোগীর বিরুদ্ধে লড়বেন বলে জানান।মুজফফরনগরে বিজয় সিংয়ের ধরনা মঞ্চের কথা গোটা উত্তরপ্রদেশের মানুষই জানে। জমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন করছেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক।
বিজয় সিং জানিয়েছেন, পশ্চিম উত্তরপ্রদেশের কয়েক হাজার একর জমি রাজনৈতিক ক্ষমতার জোরে দখল করে রেখেছে জমি মাফিয়ারা। শুধু উত্তরপ্রদেশে নয়, বিজয়ের ইচ্ছা যে পাঁচ রাজ্যে ভোট হচ্ছে সেই রাজ্যগুলিতে তিনি সবচেয়ে কম খরচে প্রতিদ্বন্দিতা করবেন।
দুর্নীতি দমন ও স্বচ্ছ প্রশাসন উপহার দিতে কোনও রাজ্যেই রাজনৈতিক দল তথা সরকার যে কিছুই করছে না সে বিষয়টি তিনি মানুষের কাছে তুলে ধরবেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের জানুয়ারি মাস থেকে জমি মাফিয়াদের বিরুদ্ধে ধরনা মঞ্চ করে আন্দোলন চালাচ্ছেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক।
জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি যোগীকে একাধিকবার চিঠি দিয়েছেন বলে জানান। কিন্তু তার সেই চিঠিকে ন্যূনতম সম্মানটুকু দিয়ে যোগী সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করেছেন।