Investment: ‘সার্ক’দের সামনে নিজের ব্যবসার ধারণা জানিয়ে প্রভাবিত করতে পারলেই মিলবে ইনভেস্টমেন্ট

অনলাইন ডেস্ক, ৫ ফেব্রুয়ারী।। বর্তমানে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হয়ে উঠেছে ‘সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’। আমেরিকার একটি রিয়্যালিটি শো থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে এসেছে এই ধারণা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছোট ব্যবসায়ীরা তাদের স্টার্ট আপ আইডিয়া নিয়ে আসছে।

‘সার্ক’দের সামনে নিজের ব্যবসার ধারণা জানিয়ে প্রভাবিত করতে পারলেই কোম্পানির অংশের পরিবর্তে মিলবে ইনভেস্টমেন্ট। সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ২০২১ সালের ২০ ডিসেম্বর শুরু হয় অনুষ্ঠানটি। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সোমবার থেকে শুক্রবার সম্প্রচারিত হত। ৪ ফেব্রুয়ারি, ২০২২ সার্ক ট্যাঙ্কের প্রথম সিজনের ফাইনাল পর্ব সম্প্রচারিত হয়ে গেল।

এই রিয়্যালিটি শোতে বিনিয়োগকারীদের একটি প্যানেল বসে। যারা প্রত্যেকেই নিজের ক্ষেত্রে অত্যন্ত সফল। এঁদেরকেই বলা হচ্ছে ‘সার্কস’ যাকে আমরা বাংলায় বলি ‘তিমি’। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ব্যবসায়ীদের স্টার্ট আপ আইডিয়া শুনে বিনিয়োগ করে তাঁরা। এই শোয়ের সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে রণবিজয় সিংকে।

প্রথম সিজনেই সমগ্র দেশ থেকে ৬২ হাজার আবেদন এসেছে। তার মধ্যে থেকে সুযোগ পেয়েছে ১৯৮ টি স্টার্ট আপ আইডিয়া। ২০২১ সালের ২২ জুন সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন আমেরিকান শোয়ের ভারতীয় সংস্করণের স্বত্ব কিনে নেয় এবং টুইটারে রিয়্যালিটি শোয়ের কথা ঘোষণা করে।

সার্ক ট্যাঙ্ক প্যানেলে অংশ নিয়েছিলেন লেন্সকার্টের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও পিয়ুশ বানসাল, বোট-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিএমও অমন গুপ্তা, শাদী ডট কমের প্রতিষ্ঠাতা সিইও অনুপম মিত্তাল, এমকিওর ফার্মাসিউটিকলের ইও নমিতা থাপার, সুগার কসমেটিক্সের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও ভিনিতা সিং, মামা আর্থের সহ প্রতিষ্ঠাতা এবং ‘চিফ মামা’ গজল আলাঘ, ভারত পে’র সহ প্রতিষ্ঠাতা এবং এমডি আশ্নির গ্রোভার।

৪ ফেব্রুয়ারি ধামাকার সাথে শেষ হল সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। তবে যেকোনও সময়েই সোনির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এই রিয়্যালিটি শো।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?