অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচ খেলতে নেমেই লজ্জার রেকর্ড গড়েছেন শহীদ আফ্রিদি। পিএসএল ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার এখন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় এবারের আসরের প্রথমদিকের কিছু ম্যাচ খেলতে পারেননি আফ্রিদি।
বৃহস্পতিবার কোয়েট্টা গ্লাডিয়েটরের হয়ে মাঠে ফিরেই বেধড়ক পিটুনি খেলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বল হাতে নিয়ে ৪ ওভারে ১৬.৭৫ ইকোনোমি রেটে ৬৭ রান দিয়েছেন আফ্রিদি! এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলারের আগের রেকর্ডটি ছিল জাফর গোহারের। ইউনাইটেডের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে ২০২১ সালের জুনে ৪ ওভারে ৬৫ রান দেন পাকিস্তানি স্পিনার।
আফ্রিদিকে মূলত তুলোধুনো করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মঈন খানের ছেলে আজম খান। বাবার মতো তিনিও হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। ইউনাইটেডের ব্যাটিংয়ে ইনিংসের শেষ ওভার করতে এসে এই ২৩ বছর বয়সী ব্যাটারের হাতে তিন ছক্কা খান আফ্রিদি।
অবশ্য সেই ওভারে নিজের একমাত্র উইকেট হিসেবে আজমকে বোল্ড করেন তিনি। ম্যাচটিতে ৪৩ রানে হেরেছে আফ্রিদির দল গ্লাডিয়েটর্স। ইউনাইটেড ৪ উইকেটে করে ২২৯ রান। জবাবে ১৯.১ ওভারে ১৮৬ রানে অলআউট হয় গ্লাডিয়েটর্স। ব্যাট হাতেও ব্যর্থ আফ্রিদি ৮ বলে করেন মাত্র ৪ রান।