অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। অ্যাশেজে বাজেভাবে হারের পর যেন ছাঁটাইয়ে নেমেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অধিনায়ক জো রুটের প্রত্যক্ষ সমর্থন সত্ত্বেও চাকরি বাঁচাতে পারলেন না প্রধান কোচ ক্রিস সিলভারউড। গত বুধবার চাকরি হারান ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস।
আর তার ঠিক একদিন পরেই বরখাস্ত হলেন সিলভারউড। অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে যেভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে, তাতে এই দুজনের চাকরি হারানো অনিবার্য ছিল। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে চতুর্থ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ালেও ৪-০ ব্যবধানে হারে ইংল্যান্ড। এই হারের পর কোচ সিলভারউডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল।
ট্রেভর বেইলিসের সহকারী হিসেবে ইসিবিতে যোগ দিয়েছিলেন সিলভারউড। ২০১৯ বিশ্বকাপের পর বেইলিস চাকরি ছাড়লে প্রধান কোচের দায়িত্ব পান তিনি। প্রায় তিন বছর সেই ভূমিকায় কাজ করার পর চাকরি হারালেন সিলভারউড। সিলভারউডের অধীনে বিশেষত সাদা বলের ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। তার অধীনে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ইংলিশরা।
তবে টেস্টে তেমন সাফল্য পায়নি ইংল্যান্ড। সিলভারউড বরখাস্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ডসন। তার অধীনে ক্যারিবিয়ায় চলমান অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড।