অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। স্বাগতিক ক্যামেরুনকে টাইব্রেকারে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল নিশ্চিত করেছে মিশর। শিরোপা লড়াইয়ে রেকর্ড সাতবারের আফকন চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে সেনেগালের। মিশরকে ফাইনালে তোলার নায়ক গোলরক্ষক গাবাস্কি। টাইব্রেকারে দুটি গোল বাঁচিয়েছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।
৩-১ ব্যবধানে পেনাল্টি জয়ে ফাইনালে উঠল ‘ফারাওরা’। নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। রবিবার ক্যামেরুনের রাজধানী ইয়াওনডের ওলেম্বে স্টেডিয়ামের ফাইনালটি কেবল মিশর বনাম সেনেগাল নয়, লড়াই হবে দুই লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও সাদিও মানের মধ্যেও।
মিশরের বিপক্ষে সেমিফাইনালে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে লড়াই করেছে ক্যামেরুন। তাদের দুটি শট গোলপোস্টে না লাগলে ফলাফলটা অন্যরকমও হতে পারত। এই ম্যাচে তেমন সুযোগ করতে পারেননি মিশরের প্রাণভোমরা সালাহ। গোলের সুযোগও হাতছাড়া করেন লিভারপুল তারকা।
পেনাল্টিও নিতে হয়নি সালাহকে। টাইব্রেকারে চার শটের মধ্যে তিনটিতে গোল করতে পারেনি ক্যামেরুন। গোলরক্ষক গাবাস্কি রুখে দেন হ্যারল্ড মউকোদি ও জেমস লি সিলিকির শট। আর ক্লিন্টন এনজিয়ে শট চলে যায় গোলপোস্টের বাইরে। অন্যদিকে তিন শটের তিনটিতে গোল পায় মিশর।