অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর ।। একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও প্রতিদিন ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।বিগত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত ৯০৬৩৩। ওই সময়ের মধ্যে গোটা দেশে মৃত ১০৬৫। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখের মাইলফলক পেরিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪১১৩৮১২।মৃতের সংখ্যা ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭০৬২৬।
গোটা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬২৩২০।সুস্থ হয়ে উঠেছে ৩১৮০৮৬৬। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত ২১২০১২।তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।আক্রান্তের সংখ্যা সেখানে বেড়ে দাঁড়িয়েছে ১০০৮৮০।ভারতীয় বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর- এর তরফ থেকে জানানো হয়েছে বিগত ২৪ ঘণ্টার মধ্যে গোটা দেশজুড়ে ১০৯২৬৫৪ নমুনা পরীক্ষা করা হয়েছে।৪.৮৮ কোটির বেশি নমুনা সব মিলিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা করা হয়েছে।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতে করোনায় মৃতের হার নেমে দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশে।