অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেন আক্রমণের অজুহাত তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। এর মধ্যে আছে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বা রাশিয়ার ওপরই ইউক্রেন সেনাদের হামলায় মিথ্যা দোষারোপ।
এ পরিকল্পনার অংশ হিসেবে ভুয়া আক্রমণের চিত্রধারণকে বিবেচনা করা হচ্ছে। যেখানে গ্রাফিকসের মাধ্যমে বিস্ফোরণে অসংখ্য হতাহতের দৃশ্য তুলে ধরা হবে। এর জবাবে রাশিয়ার জানিয়েছে, মিথ্যা অজুহাতে তাদের অভিযানের কোনো পরিকল্পনা নেই।
সাম্প্রতিক উত্তেজনার মাঝে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ন্যাটো। সীমান্তে এক লাখ সেনা জড়ো করলেও একে মহড়া অভিহিত করে আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ দখল ও পূর্বাঞ্চলীয় ডনবাসে রুশ সমর্থিতদের রক্তক্ষয়ী বিদ্রোহের আট বছর পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জো বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউক্রেন কর্তৃপক্ষকে অভিযুক্ত করে ডনবাসে বেসামরিক লোকজনকে হতাহত হিসেবে দেখানো হলো রুশ সিকিউরিটি সার্ভিসের পরিকল্পনা। একে ইউক্রেনের ওপর হামলার ন্যায্য কারণ হিসেবে দেখানো হবে। ধারণকৃত দৃশ্যে থাকবে মৃতদেহ ও ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন এলাকা, ইউক্রেন সেনাদের ভুয়া সরঞ্জাম, তুরস্কের তৈরি ড্রোন ও রুশভাষী অভিনেতাদের শোকের অভিনয়। একে রাশিয়ার পরিকল্পনায় থাকা অনেকে বিকল্পের একটি বলছে মার্কিন কর্মকর্তারা।