অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। বৃহস্পতিবার, উত্তরপ্রদেশে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।
হায়দরাবাদের সংসদ সদস্য এমপি আসাদউদ্দিন ওয়েসি সংবাদমাধ্যমে বলেন, “আমি দিল্লি যাচ্ছিলাম উত্তরপ্রদেশের মিরাটের কিথাউরে একটি নির্বাচনী সভা সেরে। ছাজারসি টোল প্লাজার কাছে দুই জন লোক আমার গাড়িতে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়েছে।
যদিও ৩-৪ জনের একটি দল ছিল। আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আমি অন্য গাড়িতে রওনা হলাম।”এদিন সন্ধ্যার কিছু আগে উত্তর প্রদেশের ছাজারসি টোল প্লাজার কাছে তার গাড়ির গতি কমে যাওয়ায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
টুইটারে নিয়ে তিনি লিখেছেন, “সেখানে ৩-৪ জন ছিল, কিন্তু তারা সবাই পালিয়ে গেছে এবং অস্ত্র সেখানে রেখে গেছে… আমরা সবাই নিরাপদ।”
ওয়েসি বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে AIMIM-এর হয়ে প্রচারে ব্যস্ত। সম্প্রতি ওয়েসির দিল্লির বাসভবনে হামলা চালিয়েছিল উগ্রবাদীরা।