Amit Shah: নির্বাচনের রনডঙ্কা বাজবে উত্তরপ্রদেশে, প্রচারে ঝড় তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

অনলাইন ডেস্ক, ২ ফেব্রুয়ারী।। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নির্বাচনের রনডঙ্কা বাজবে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এরই মাঝে উত্তরপ্রদেশে গিয়ে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঝড় তুললেন নির্বাচনী প্রচারে। বুধবার তিনি সাহাসোয়ান বিধানসভা কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেখানে শাহ বলেন, ‘সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবলাল বাতি-সবুজ আলোর খেলা খেলবেন। তিনি উন্নয়নের লাল বাতি এবং মাফিয়াদের সবুজ সংকেত দেখাবেন।

তিনি আরও বলেন, ‘সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি-র ‘বুয়া-ভাতিজা’ শাসনে উত্তরপ্রদেশে মাফিয়া-সেন্টারে পরিণত হয়। এখন মাফিয়ারা কেবল তিনটি জায়গায় উপস্থিত রয়েছে, হয় ইউপির বাইরে, বুদাউন জেলে, অথবা এসপি প্রার্থী হিসাবে। কেউ কি মুলায়ম যাদবের সাইডকিক আজম খানকে দেখেছে। গত তিন বছরে মুখতার আনসারিকে দেখা গেছে? এর আগে এসপি-বিএসপি বুয়া ভাতিজার বর্ণবাদী সরকারের অধীনে, উত্তর প্রদেশে জঙ্গলরাজ এবং অরাজকতা বিরাজ করায় দিশাহীনতার পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তরপ্রদেশ অসুস্থ রাজ্যে পরিণত হয়েছিল। ২০১৭ সাল থেকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার রয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার রাজ্যের দিক ও অবস্থা পরিবর্তন করে উন্নয়নের পথে নিয়ে এসেছে, মোদীর শাসনে প্রত্যেক গরিব মানুষের ঘরে ঘরে শৌচালয় পৌঁছে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের প্রতিটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সপা-র জাতীয় সভাপতি অখিলেশ যাদব করোনার ভ্যাকসিনের বিরোধিতা করতেন, কিন্তু আজ তিনি নিজেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন নিতেও বাধ্য হয়েছেন। অখিলেশ যাদবের কথায় যদি আসতাম, তাহলে কি দ্বিতীয় ঢেউয়ে করোনার মতো মহামারীকে আমরা এড়াতে পারতাম, সে কথা জানিয়ে তিনি বলেন, করোনাকালে দেশের অর্থনীতি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল, সমস্ত কারখানা ব্যবসা থমকে গিয়েছিল। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসে দু’বার রেশন বিলি করেন ১৫ কোটি গরিব মানুষের জন্য।’

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?