অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর।।দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ ইস্যুতে ফের কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শনিবার এক টুইট বার্তায় রাহুল বলেন, মিনিমাম গভর্নমেন্টের নাম করে ম্যাক্সিমাম প্রাইভেটাইজেশন করছে নরেন্দ্র মোদি সরকার।
হিন্দি টুইট বার্তাটিতে রাহুল এদিন বলেছেন, ‘মোদি সরকার মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম প্রাইভেটাইজেশনে বিশ্বাসী। কোভিড একটি অজুহাত মাত্র। সরকার চাইছে কোনও স্থায়ী সরকারি চাকরি থাকবে না। যুবকদের ভবিষ্যৎ নষ্ট হবে, শুধুমাত্র বিজেপি ঘনিষ্ঠদের উন্নতি হবে’।
উল্লেখ্য, দেশের অর্থনীতি ও কর্ম সংস্থান নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে বরাবরই সরব রাহুল। জিএসটি, নোট বাতিল, জিডিপির পতন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মুখ খুলছেন তিনি। করোনা আবহে কেন্দ্র নয়া নিয়োগে যে কাটছাট করছে এবার তা নিয়ে মুখ খুললেন তিনি।
তবে এদিন রাহুলের টুইটের জবাব দিয়েছে কেন্দ্র। ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার জানিয়েছে, শুক্রবারের ওই নির্দেশিকায় অর্থমন্ত্রকে নয়া পদ তৈরি নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বলা হয়নি। এসএসসি, ইউপিএসসি, আরআরবি এর মাধ্যমে স্বাভাবিক নিয়মেই নিয়োগ হবে।s