স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩১ জানুয়ারি।। রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়েছেন রাজ্যবাসীর প্রতি সেই আহ্বানে সাড়া দিয়ে তেলিয়ামুড়া মহাকুমার এক প্রান্তিক চাষী আজ স্বাবলম্বী।
সু-মিষ্ঠ কাশ্মীরি লাল আপেল কূল ফল চাষ করে স্বাবলম্বী তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুবীর হালদার নামে এক কৃষক।
তিনি প্রায় দুই কানি জায়গা জুড়ে সু-মিষ্ট কাশ্মীরি লাল আপেল কূল ফল চাষ করে আজ স্বাবলম্বী। আজ থেকে প্রায় দু’বছর পূর্বে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীরি লাল আপেল কূল গাছের চারা নিয়ে এসে উনার দুই কানি জায়গা জুড়ে চাষ শুরু করে। মোবাইলের ইউটিউবের মধ্য থেকে অভিজ্ঞতা অর্জন করে কাশ্মীরি লাল আপেল কূল ফলের চাষ শুরু করেন সুবীর বাবু।
বর্তমানে প্রতিবেশী কৃষকদের কাশ্মীরি লাল আপেল কূল ফল চাষ করার জন্য সুবিরবাবু উনার নিজ বাড়িতেই নার্সারির মাধ্যমে চারা তৈরি করছেন। নিজে স্বাবলম্বী হয়ে অন্যকেও সাহায্য-সহযোগিতা করার মানসিকতা সুবির বাবুর মধ্যে রয়েছে, যা কিনা প্রশংসার দাবি রাখে।
পরে কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কাশ্মীরি লাল আপেল কূল এই বিরল প্রজাতির ফল তেলিয়ামুড়া বাজারে এনে প্রতি কিলো ২০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। তিনি একথাও স্বীকার করেন, এই ফল রাজ্যে খুব কম চাষাবাদ হয়।
তাই যেকোন বেকার যুবক-যুবতী এই কাশ্মীরি লাল আপেল কূল চাষাবাদ করে অতি সহজেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে। যার প্রত্যক্ষ নজির তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সুবীর হালদার নামে ওই চাষী।