অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। ব্যাটার হিসেবে ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিংয়ের চেয়ে নিজেকে ভালো মনে করেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। লিজেন্ডস ক্রিকেট লিগ (এলএলসি) খেলতে গিয়ে এ দাবি করেছেন ৩৯ বছর বয়সী গুল।
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ১৭ বলে ৩২ রান করে দলকে জয় উপহার দিয়েছিলেন গুল। ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।
অন্যদিকে হরভজন তার ক্যারিয়ারজুড়ে লোয়ার অর্ডারে বেশ কিছু ভালো ইনিংস উপহার দিয়েছেন। টেস্টে তার দুটি সেঞ্চুরির সঙ্গে ৯টি ফিফটিও রয়েছে। সম্প্রতি যিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।
উমর গুল সদ্য শেষ হওয়া লিজেন্ডস ক্রিকেট লিগে এশিয়া লায়ন্সের হয়ে খেলেছেন। সেখানেই আসরের অফিশিয়াল টুইটারে বেশ কিছু সিরিজ প্রশ্নের উত্তর দিয়েছেন গুল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ম্যাচসেরা পারফরম্যান্স প্রসঙ্গেও কথা বলেন।
গুলের কাছে একটা প্রশ্ন ছিল এ রকম- ব্যাটার হিসেবে তিনি না হরভজন সেরা? উত্তর দিতে গিয়ে হেসে গুল বলেন, ‘হরভজনও ভালো ব্যাট করে। কিন্তু আমি বিশ্বকাপ ম্যাচে ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছি। এর মানে হলো ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি হরভজন সিংয়ের চেয়ে ভালো। ’
২০০৩ সালে উমর গুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গেছেন ক্যারিয়ার জুড়ে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা পাকিস্তান দলের অংশ ছিলেন তিনি।