অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। আফ্রিকা কাপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লিভারপুলের দুই ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও সাদিও মানে। টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে তাদের দেশ মিশর ও সেনেগাল।
সালাহর নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে মিশর। দলকে সমতায় ফেরানোর পাশাপাশি জয়সূচক গোলটিতে অ্যাসিস্টও করেন তিনি।
ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল মরক্কো। আয়মান আশরাফ ফাউল করে বসেন আশরাফ হাকিমিকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ষষ্ঠ মিনিটে স্পট-কিক থেকে মিশরের জাল খুঁজে নেন সোফিয়ান বাউফল।
কার্লো কুইরোজের দল সমতায় ফেরে দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে কর্নার থেকে নিচু হয়ে হেড দেন ইয়াসিন বোনো। কিন্তু সেই বল ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক। ফিরতি বলে প্রথম শটেই জাল খুঁজে নেন গোলপোস্টের পাশে থাকা সালাহ।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে ১০০তম মিনিটে সালাহর বাড়ানো বলে মিশরকে জয়সূচক গোল এনে দেন অ্যাস্টন ভিলার ত্রেজেগাট। বৃহস্পতিবার সেমিতে রেকর্ড সাতবারের আফ্রিকা কাপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ক্যামেরুনের।
টুর্নামেন্টের আরেক কোয়ার্টার ফাইনালে ইকোটোরিয়াল গিনিকে ৩-১ গোলে হারিয়েছে সেনেগাল। শেষ চারে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বুরকিনা ফাসোকে। নিজে গোল না পেলেও এই ম্যাচে সতীর্থকে দিয়ে ২৮তম মিনিটে দলের প্রথম গোলটি করান মানে।