স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।শনিবার ৫ সেপ্টেম্বর ৫৯ তম শিক্ষক দিবস। এই দিনটিকে কালো দিবস হিসাবে পালন করলো অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড হক পে শিক্ষক কর্মচারী সংগঠন। এইদিন সংগঠনের কর্মী সমর্থকরা প্রথমে আগরতলা প্রেসক্লাবের সামনে সমবেত হয়। সেখান থেকে সকলে গলায় প্লে-কার্ড ঝুলিয়ে, মুখে কালো কাপড় বেধে রেলি করে রবীন্দ্রভবন প্রাঙ্গণে যায়। রেলির সন্মুখে ছিলেন অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি বিমল সাহা।
তিনি এই কালো দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এইদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি বিমল সাহা সংগঠনের আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন। তিনি জানান করোনা পরিস্থিতিতে ১০৩২৩ জন চাকুরি চ্যুত শিক্ষক শিক্ষিকা ৫ মাস ধরে বেতন পাচ্ছে না। তাই সকলে তাদের পরিবার নিয়ে চিন্তিত। সুপ্রিমকোর্টের রায়ের পর সংগঠনের পক্ষ থেকে সরকারকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছিল।
কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। ১০ সেপ্টেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া না গেলে ১০ সেপ্টেম্বরের পর থেকে আন্দোলন শুরু করবে সংগঠন। খুমুলুং থেকে এই আন্দোলন শুরু হবে বলেও জানান তিনি।