অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। ক্রিস্তিয়ানো রোনালদোকে নিজেদের তাঁবুতে ফিরিয়েও দর্শকদের প্রত্যাশা মেটাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। দলের মধ্যে বিভেদ রয়েছে বলেও বাজারে গুঞ্জন রয়েছে। এমন অবস্থায় দলকে একত্রিত করার প্রয়াস হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।
গত গ্রীষ্মে জুভেন্তাস ছেড়ে পুরোনো ক্লাব ইউনাইটেডে ফেরেন রোনালদো।
এরপর ইংলিশ ক্লাবটিতে মিশ্র সময় কাটিয়েছেন সিআর সেভেন। দলের বাজে পারফরম্যান্সে রোনালদোর অসন্তুষ্টির কথাও সামনে এসেছে।
সেই রোনালদোই এবার ক্লাবের কিছু তরুণদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন। ইউনাইটেডের সংশ্লিষ্ট একজন দ্য সানকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘কিছু তরুণ খেলোয়াড় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ পছন্দ করে। তারা কখনোই তাদের ফোন বন্ধ করে না এবং নিয়মিত ভাব আদান প্রদান করে। কৌতুক এবং মজার ভিডিও ক্লিপ, কম্পিউটার গেমের মতো বিষয়, ফ্যাশন এবং সঙ্গীত নিয়ে চ্যাট করে। ’
তিনি বলেন, ‘এই গ্রুপের কিছু সদস্যের তুলনায় রোনালদোর বয়স প্রায় দ্বিগুণ। চার সন্তান এবং সন্তানসম্ভবা বাগ্দত্তা আছে তার।
যারা সবে মাত্র খেলা শুরু করেছে তাদের থেকে তার জীবন খুবই আলাদা। তবে তিনি গ্রুপে যোগদান করায় এবং মেসেজ করায় সবাই খুবই খুশি। ’
মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি ইলাঙ্গা, জেসি লিঙ্গার্ডরাও আছেন গ্রুপটিতে। স্কোয়াডকে আরো কাছাকাছি আনতে সাহায্য করতে তাদের সঙ্গে যোগ হয়েছেন রোনালদো।