স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।স্বাস্থ্য দপ্তরের সমস্ত স্তরের অনিয়মিত কর্মীদের অতিসত্বর নিয়মিত করা সহ ৫ দফা দাবিতে শনিবার গুর্খাবস্তীস্থিত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয়। তিনটি গ্রুপের অনিয়মিত কর্মী রয়েছে। ন্যুনতম হারে তাদের বেতন দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি চক্রান্ত করে। এই সময়ে বিপাকে আছে কর্মীরা। তাদের কথা বিবেচনা করে এই দাবি গুলি দ্রুত বাস্তবায়িত করার জন্য আবেদন জানান ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের সভাপতি বাবুল আচার্য। বিনা কারনে কিছু অনিয়মিত কর্মীকে বদলী করা হয়েছে ধলাই জেলায়। রাষ্ট্রবাদী সরকার থাকার পরেও একাংশ আমলা প্রতিষ্ঠান বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে।
কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটাচ্ছে। এই বিষয়েও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘের সভাপতি বাবুল আচার্য।