অনলাইন ডেস্ক, ২৯ জানুয়ারি|| কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি থেকে যে মূল্যবান শিক্ষা পেয়েছেন তা বেশ উচ্ছ্বাসের সঙ্গে প্রকাশ করেছেন ভুটানের ক্রিকেটার মিকিও দর্জি।
ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়কের সঙ্গে তোলা এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই ভুটানিজ অলরাউন্ডার। যেখানে তিনি জানিয়েছেন, ধোনিকে কাছে পেয়ে তিনি কী শিখেছেন তা।
সেই ছবির ক্যাপশনে দর্জি জানান, ধোনি তাকে ফলাফলের দিকে নয়, প্রক্রিয়ার দিকে নজর রাখতে বলেছেন।
ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ম্যাচে অত্যধিক চাপ না নেওয়ারও উপদেশ দিয়েছেন জানান তিনি।
ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে দর্জি লেখেন, ‘খেলাটাকে সাধারণ রেখো। ফলাফলে নয় প্রক্রিয়ার ওপরে আরও ফোকাস দাও। যদি তুমি প্রক্রিয়াটি সঠিকভাবে করো তবে আপনিই ফলাফল পাবে। খেলাটা উপভোগ করো, খুব বেশি চাপ নিও না। ’
ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে নাম নিবন্ধন করেছেন দর্জি। এই অলরাউন্ডার নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আইপিএলে খেলা আমার জন্য চূড়ান্ত স্বপ্ন। ’
স্বপ্ন পূরণ হবে তো দর্জির? ২০২২ আইপিএল নিলামে দল পাবেন তো তিনি?