অনলাইন ডেস্ক, ২৯ জানুয়ারি|| অস্ট্রেলিয়া ক্রিকেটের (সিএ) বর্ষসেরা পুরস্কারগুলোর মধ্যে অন্যতম ‘অ্যালেন বোর্ডার মেডেল’। প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন মিচেল স্টার্ক। শনিবার (২৯ জানুয়ারি) এই পুরস্কার ঘোষণা করা হয়।
ওয়ানডের বর্ষসেরাও নির্বাচিত হওয়া স্টার্ক অ্যালেন বোর্ডার মেডেল জেতার পথে এক পয়েন্ট এগিয়ে ছিলেন মিচেল মার্শের চেয়ে।
পঞ্চম অজি পেসার হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
অ্যালেন বোর্ডার মেডেলের ২২ বছরের ইতিহাসে স্টার্কের আগে যে চার পেসার এই প্রধান পুরস্কার জিতেছেন তারা হলেন— গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন ও প্যাট কামিন্স।
প্রসঙ্গক্রমে, গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে জায়গা হারাতে বসেছিলেন স্টার্ক। তবে অ্যাশেজ দিয়ে স্মরণীয় কামব্যাক করেন তিনি।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে অজিদের জেতার অভিযানে ২৫.৩৬ গড়ে ১৯ উইকেট নেন স্টার্ক। ৪৩ উইকেট নিয়ে পঞ্চিকা বর্ষ শেষ করেন তিনি। অ্যাশেজ দলের নেতৃত্বও তার হাতে।
অন্যদিকে, দেশটির মেয়েদের ক্রিকেটের বর্ষসেরা পুরস্কার ‘বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন অ্যাশলে গার্ডনার। তিনিও এই পুরস্কার জিতলেন প্রথমবারের মতো।