CM Biplab: পেশাদারিত্বমূলক উৎকর্ষ শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্যে সৈনিক স্কুল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ জানুয়ারি।। ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ ও পেশাদারিত্বমূলক উৎকর্ষ শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্যে সৈনিক স্কুল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। টিএসআর জওয়ানদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আন্তরিক রাজ্য সরকার।

আজ টিএসআর সপ্তম বাহিনীর হেড কোয়ার্টার সহ আরও তিনটি বিভিন্ন কোম্পানি হেড কোয়ার্টার ও কোম্পানি প্ল্যাটুন পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। এদিন মুখ্যমন্ত্রী সপ্তম বাহিনীর হেড কোয়ার্টারে জওয়ানদের সাথে বসে মধ্যাহ আহার গ্রহণ করেন। তার আগে কর্তব্য পালনে যেসব বীর জওয়ানগণ শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

হেড কোয়ার্টারে আয়োজিত রক্তদান শিবিরও পরিদর্শন করেন। এদিন মুখ্যমন্ত্রী জম্পুইজলা টিএসআর সপ্তম বাহিনীর হেড কোয়ার্টার, টিএসআর সপ্তম বাহিনীর অন্তর্গত বেলবাড়ি এ-কোম্পানি হেড কোয়ার্টার, বৃদ্ধিবাজার সি-কোম্পানি প্ল্যাটুন পোস্ট ও গমনবাজার এফ-কোম্পানি প্ল্যাটুন পোস্ট পরিদর্শন করেছেন।

বাহিনীর বিভিন্ন বিভাগগুলি পরিদর্শনের পাশাপাশি সৈনিক সম্মেলনে জওয়ানদের সাথে মুখ্যমন্ত্রী মতবিনিময় করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী টিএসআর ক্যাম্পগুলির বিভিন্ন বিভাগ, থাকার ব্যবস্থা, খাবারের গুণমান, স্যানিটেশন সহ বিভিন্ন বিষয়ে অবহিত হন। প্রয়োজনীয় বেশ কিছু বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী এদিন টিএসআর বাহিনীর ক্যাম্পগুলি পরিদর্শনকালে টিএসআর বাহিনীর আধিকারিকদের ক্যাম্প হেড কোয়ার্টার, কোম্পানি প্ল্যাটুন পোস্ট সহ বিভিন্ন বিভাগ নিয়মিত পরিদর্শন ও মাঝে মাঝে ক্যাম্পগুলিতে অবস্থান করারও নির্দেশ দেন। এতে টিএসআর জওয়ানদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া যাবে।

সৈনিক সম্মেলনে মুখ্যমন্ত্রী টিএসআর জওয়ানদের বিভিন্ন বিষয়ে অবহিত হন ও মতবিনিময় করেন। সপ্তম বেতনক্রম, পোশাকে নতুনত্ব সহ রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের জন্য জওয়ানগণ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ক্যাম্প পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদ দমন থেকে বিভিন্ন ক্ষেত্রে এই বাহিনীর জওয়ানরা দক্ষতা দেখিয়েছেন। নিজেদের কর্মদক্ষতায় রাজ্যের বাইরেও সুনাম কুড়িয়েছে টিএসআর বাহিনীর জওয়ানগণ। সম্প্রতি মহিলারাও এই বাহিনীতে যোগদান করার ক্ষেত্রে ভালো সংখ্যায় আগ্রহী হচ্ছেন।

বর্তমানে নিয়োগ ক্ষেত্রে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বচ্ছ নিয়োগনীতির ফলে যাদের মেধা রয়েছে তারা অনায়াসে চাকরির সুযোগ পাচ্ছেন। মহিলা স্বশক্তিকরণ এবং ক্ষমতায়নে বিশেষ গুরুত্বারোপ করে কাজ করছে রাজ্য সরকার। নিজের কন্যা সন্তানদের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার জন্য টিএসআর জওয়ানদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

পরিদর্শনকালে জওয়ানগণ জানান, ক্যাম্প পর্যায়ে মুখ্যমন্ত্রীর মতো ব্যক্তির সফর জওয়ানদের মনোবলকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। গতানুগতিক কর্তব্য পালনের পাশাপাশি প্রবাহমান ঘটনাবলী সম্পর্কে টিএসআর জওয়ানদের আরও সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, একদা সন্ত্রাসবাদ দমনে এই বাহিনী যেমন পারদর্শিতার নজির রেখেছে তেমনি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ন্যস্ত দায়িত্ব প্রতিপালনেও কৃতিত্বের ছাপ রাখছে। জওয়ানদের সাথে আলোচনাক্রমে উঠে আসে টিএসআর জওয়ানদের মধ্যে অধিকাংশই কৃষক পরিবারের সন্তান। প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরা একদিকে যেমন আমাদের অন্নদাতা তেমনি কৃষক পরিবারের সন্তানরা আমাদের নিরাপত্তা প্রদানেও অগ্রণী।

টিএসআর ক্যাম্প পরিদর্শনের সময় রাজ্য পুলিশ মহানির্দেশক ভিএস যাদব বলেন, মুখ্যমন্ত্রীর এই সফর থেকে প্রমাণিত তিনি জওয়ানদের সমস্যা ও বিভিন্ন বিষয় সম্পর্কে কতটা আন্তরিক। এই সফর জওয়ানদের মনোবলকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইজি টিএসআর সহ অন্যান্য আধিকারিকগণ। টিএসআর ক্যাম্প পরিদর্শনের মাঝেই এদিন মুখ্যমন্ত্রী বৃদ্ধিবাজার পরিদর্শন করেন ও ক্রেতা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?