New Zeeland: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের জনপ্রিয়তা এখন সবচেয়ে কম

 

অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারী।। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের জনপ্রিয়তা এখন সবচেয়ে কম। বৃহস্পতিবার প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ মানুষ এখন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন। এটি জেসিন্ডার সর্বনিম্ন জনপ্রিয়তার হার।

 

নিউজিল্যান্ডের টেলিভিশন নেটওয়ার্ক টিভিএনজেডের সংবাদ বিভাগ ওয়ান নিউজ এবং গবেষণা সংস্থা কান্টার যৌথভাবে এই জনমত জরিপ চালায়।

 

২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এক হাজার ভোটারের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়েছিল। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ বলেছেন, তাঁরা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে হতাশ। মাত্র ২২ শতাংশ আশা প্রকাশ করেছেন, আগামী ১২ মাসে পরিস্থিতির উন্নতি হবে।

 

এদিকে জেসিন্ডা আরডার্নের প্রতিদ্বন্দ্বী হিসেবে পঞ্চম অবস্থানে থাকা নেতা ক্রিস লুক্সনের জনপ্রিয়তায় কিছুটা উন্নতি দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ১৭ শতাংশ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাঁর জনপ্রিয়তার এ হার আগে ১৩ শতাংশ ছিল। সম্প্রতি লুক্সনকে রক্ষণশীল ন্যাশনাল পার্টির নেতা করা হয়েছে।

 

২০২৩ সালের নির্বাচনে কারা জয়ী হবে, সে প্রশ্নে জেসিন্ডার মধ্য-বামপন্থী জোট সরকারই এগিয়ে রয়েছে জরিপে। তবে জেসিন্ডার দল লেবার পার্টি ও লুক্সনের দল ন্যাশনাল পার্টির জনপ্রিয়তার ব্যবধান পাঁচ ধাপ কমেছে। জেসিন্ডার দলকে সমর্থন করে ৪০ শতাংশ মানুষ আর লুক্সনের দলকে সমর্থন করে ৩২ শতাংশ মানুষ।

 

২০১৯ সালের শেষের দিকে জেসিন্ডার জনপ্রিয়তা কমতে দেখা গিয়েছিল। তখন মাত্র ৩৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে পছন্দ করতেন। তবে ২০২০ সালের নির্বাচনে তাঁর জনপ্রিয়তা বেড়ে রেকর্ড ৬৩ শতাংশে পৌঁছায়। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সাফল্যের কারণে তখন বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

 

তবে সমালোচকদের অভিযোগ, করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা ও অমিক্রন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট দ্রুত সময়ের মধ্যে নীতিমালা প্রণয়নে ব্যর্থ হয়েছেন জেসিন্ডা। কঠোর সীমান্ত নীতিমালা আরোপ নিয়েও তাঁর প্রতি অনেকের অসন্তোষ রয়েছে। এ ধরনের নীতির কারণে বিদেশে থাকা দেশটির নাগরিকদের বাড়িতে ফেরা কঠিন হয়ে পড়েছিল।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?