অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। রেলের পরীক্ষার (RRB Exam) ফলাফলে অনিয়মের অভিযোগ নিয়ে বিহার (Bihar), উত্তরপ্রদেশে (Uttar pradesh) বিক্ষোভ অব্যাহত। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশের দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম প্রদীপ যাদব ও মুকেশ যাদব। এছাড়াও ১০০০ অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এর মধ্যেই আন্দোলন দমনের নামে পুলিসের বিরুদ্ধেও বাড়াবাড়ির অভিযোগ উঠেছে। ছয় পুলিসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এলাহাবাদের একটি হস্টেলে ঢুকে তাণ্ডব চালায়।
স্থানীয় সূত্রের খবর, গত ২৫ জানুয়ারি এলাহাবাদ স্টেশনে একদল ছাত্র বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভ তুলতে এলে পুলিসের সঙ্গে ছাত্রদের খণ্ডযুদ্ধ চলে। পুলিসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিসও পালটা লাঠি চালায়।
এরপরেই একদল পুলিসকর্মী কাছের একটি হস্টেলে গিয়ে ভাংচুরের চেষ্টা করে। আবাসিকদের মারধর করা হয়। বন্দুকের কুঁদো দিয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। ওই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এলাহাবাদের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অজয় কুমার জানান, ওই ভিডিয়োর ভিত্তিতেই ছয় জনকে সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওই ঘটনার তীব্র নিন্দা করেন।