Bollywood: সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো ‘সুড়সুড়ি দেওয়া বা দর্শকদের উত্তেজিত করার’ জন্য নয়

 

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। দীপিকা পাড়ুকোন হিন্দি সিনেমা শিল্পের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। বর্তমানে তিনি তার আসন্ন সিনেমা ‘গেহরাইয়া’র প্রচারে ব্যস্ত আছেন। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি অনলাইনে মুক্তি পাবে। সিনেমাটিতে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে, যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অভিযোগ উঠেছে যে, অনলাইন দর্শককে যৌন সুড়সুড়ি দিয়ে সিনেমার টিআরপি বাড়ানোর জন্যই এসব দৃশ্য ধারন করা হয়েছে।

 

দীপিকা পাডুকোন এই অভিযোগ সম্পর্কে কথা বলেছেন ইটাইমসের সঙ্গে। অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো ‘সুড়সুড়ি দেওয়া বা দর্শকদের উত্তেজিত করার’ জন্য নয়।

 

গেহরাইয়া আধুনিক যুগের সম্পর্ক এবং অবিশ্বাসের ধারণার ওপর ভিত্তি করে তৈরি। ছবিতে, দীপিকা পাড়ুকোনের চরিত্র আলিশা এবং সিদ্ধান্ত চতুর্বেদীর চরিত্র জেইন তাদের নিজ নিজ জীবনসঙ্গীর সঙ্গে প্রতারণা করে অন্তরঙ্গ হয়েছে।

 

ইকোনমিক টাইমসের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল, আগে পর্দায় রোম্যান্স মানেই ফুল, মৌমাছি, বাগানে মধ্যে আলাপচারিতা, রোম্যান্স এসব দেখানো হত। কিন্তু বর্তমানে সেই বিষয়টা অনেকটাই খোলামেলা এবং সাহসী ভাবে দেখানো হয়। সেক্ষেত্রে অভিনেত্রী হিসেবে নিজেকে কতটা স্বাধীন মনে করেন তিনি?

 

এ বিষয় কোনও রাখঢাক না করে, সোজাসাপটা জবাব দেন নায়িকা। দীপিকা বলেন, তিনি এই পরিবর্তনকে কোনও বয়স, সময় বা লিঙ্গের সঙ্গে তুলনা করতে চান না। স্ক্রিপ্টের দাবিতে এই ধরনের দৃশ্য যদি স্বাভাবিকভাবে কখনও ছবিতে দেখানো হয়, সেক্ষেত্রে অভিনেত্রীর কোনও আপত্তির জায়গাই নেই।

 

তিনি এটাকে টাইপকাস্ট হিসেবে ধরতে চান না। কারণ, নায়িকার কথায়, তার কখনই মনে হয়না, একজন কম বয়সী পরিচালক বা নারী পরিচালক ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং নিয়ে আলাদা ভাবনা রাখেন। তিনি মনে করেন, বিষয়টা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির চিন্তাভাবনার উপর নির্ভর করে।

 

দীপিকা আরও বলেন, আমি ১০০ শতাংশ বলব যে, গেহরাইয়া’-এর মতো ছবি যদি শাকুন বাত্রার মতো পরিচালকের হাতে না থাকত তাহলে হয় আমি ছবিটিতে অভিনয় করতাম না আর নয়তো আমি যেভাবে মনপ্রাণ দিয়ে অভিনয় করেছি সেভাবে অভিনয় করেতে পারতাম না। পরিচালক যদি জোর প্রয়োগ করতেন যে, নির্দিষ্ট কিছু দৃশ্য বিশেষভাবে করতে হবে তাহলে সম্ভবত আমি এটি থেকে নিজেকে সরিয়ে নিতাম।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?