অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। অস্ট্রেলিয়ান হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ওপেনার ও বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার। একই সম্মানে ভূষিত হয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের সাবেক পেসার ও অধিনায়ক রাইলি থম্পসনও।
ওপেনার হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ল্যাঙ্গার। টেস্ট ক্যারিয়ারে ১০৫ ম্যাচ খেলে ৪৫.২৭ গড়ে ৭৬৯৬ রান করেছেন তিনি। তার মধ্যে রয়েছে ২৩ সেঞ্চুরি ও ৩০ ফিফটি।
২০১৮ সালের মে মাসে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচ হন ল্যাঙ্গার। ওই সময় দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের অভিযোগে টাল মাতাল অবস্থা ছিল অজিদের। ড্যারেন লেহম্যানের উত্তরসূরি হিসেবে কোচিংয়ের দায়িত্ব নেন তিনি।
ল্যাঙ্গারের কোচিংয়ে অস্ট্রেলিয়া গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সদ্য সমাপ্ত অ্যাশেজেও ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া।
অন্যদিকে থম্পসনের নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩০ বছরের অপেক্ষার ইতি টেনে ১৯৮৫ সালে ঘরের মাঠে অ্যাশেজ জিতে। তিনি ১৯৭২ থেকে ১৯৮৫ পর্যন্ত ১৩ বছরে ১৬ টেস্ট এবং ২৩টি ওয়ানডে খেলে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলকে একটি নতুন দিক দেখিয়েছিলেন।
৩৯ বছর ১৭৫ দিন বয়সে টেস্টে প্রথম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে থম্পসনের। নারী ও পুরুষ ক্রিকেটে তিনিই সবচেয়ে বয়স্ক খেলোয়াড়।