অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। ইউক্রেনকে নেটো সামরিক জোটে ঢুকতে না দেয়ার যে দাবি রাশিয়া জানাচ্ছে, যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে একথা জানিয়েছেন।
মিস্টার ব্লিনকেন কোন ছাড় দেন নি, তবে বলেছেন তিনি রাশিয়াকে ‘সামনে এগুনোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ খুলে দিয়েছেন, যদি রাশিয়া সেই পথে যেতে চায়’।
রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন, তার দেশ মিস্টার ব্লিনকেনের জবাব ভালো করে পড়ে দেখবে।
যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে এই জবাব পাঠিয়েছে সামরিক জোট নেটোর সঙ্গে সমন্বিত-ভাবে।
রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে তাদের নিরাপত্তা বিষয়ক উদ্বেগগুলো তুলে ধরেছিল। এতে নেটো সামরিক জোটের সম্প্রসারণ এবং এ সংক্রান্ত অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো উল্লেখ করেছিল।
রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল, ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপিয় দেশকে নেটো জোটের সদস্য করার সম্ভাবনা যেন নাকচ করে দেয়া হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের সীমান্তে বিপুল সৈন্য সমাবেশ ঘটিয়েছে। পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে ইউক্রেনে একটি সম্ভাব্য রুশ অভিযানের প্রস্তুতি বলে মনে করছে। তবে রাশিয়া এরকম কোন অভিযানের পরিকল্পনার কথা অস্বীকার করছে।