অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। অতিমারী আবহে সক্রিয় জাল নোট পাচার চক্র। মুম্বইতেও সাম্প্রতিক সময়ে পাচারকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, যদিও তাঁদের সব ছক বানচাল করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জাল নোট ছাপানো ও পাচারের সঙ্গে জড়িত একটি গ্যাংকে আটক করে পুলিশ। এখনও অবধি মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে তাঁদের কাছ থেকে ৭ কোটি টাকা মূল্যের জাল নোট উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ইউনিট -১১ মঙ্গলবার শহরতলির দহিসার চেকপোস্টে একটি গাড়ি আটকায়। এক পুলিশ আধিকারিক বলেন , পুলিশ গাড়িতে বসে থাকা চারজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছে। গাড়িটিতে তল্লাশির সময়, ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা ২৫০ টি জাল নোটের বান্ডিল (২,০০০ মূল্যের) একটি ব্যাগ খুঁজে পান, যার মূল্য ৫ কোটি।
তিনি বলেন, চার গাড়ি আরোহীকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ তাদের আরও তিন সহযোগীর বিষয়ে তথ্য পায়। এরপর পুলিশের একটি দল শহরতলির অন্ধেরির (পশ্চিম) একটি হোটেলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এরপর তাদের কাছ থেকে আরও ১০০ টি জাল নোট (২,০০০ মূল্যের) জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্তা আরও বলেন, জাল নোট ছাড়াও পুলিশ এই চক্রের সদস্যদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, আসল মুদ্রায় ২৮,১৭০, আধার ও প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে।
তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন, আন্তঃরাজ্য গ্যাংটি জাল নোট মুদ্রণ এবং সেগুলি পাচারের একটি চক্র পরিচালনা করছিল।
ডিসিপি সংগ্রামসিং নিশান্দার (ডিটেকশন -১) বলেন পুলিশ এখনও পর্যন্ত ৭ কোটি টাকার ফেস ভ্যালুর জাল নোট উদ্ধার করেছে এবং এই মামলায় সাতজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের একটি স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল যা তাদের ৩১ শে জানুয়ারী পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে।