অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। দেশের জন্য গর্বের দিন। সাধারণতন্ত্র দিবসের কুজকাওয়াজে সামিল এক বীরাঙ্গনা। তিনি ভারতের রাফায়েল ফাইটার জেটের প্রথম মহিলা পাইলট।
৭৩তম সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বুধবার নজর কেড়েছেন ফাইটার জেটের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী সিং। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে একই এয়ারবেসে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। এর আগে বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১ উড়ানোরও অভিজ্ঞতা রয়েছে শিবাঙ্গী।
শিবাঙ্গীর বাড়ি বারাণসীতে। ২০১৭ সালে ভারতীয় বায়ু সেনায় যোগ দিয়েছিলেন। এবং ঈয়াফ- এর মহিলা ফাইটার পাইলটদের দ্বিতীয় ব্যাচে কমিশন পেয়েছিলেন।
রাফায়েলকে বাগে আনার আগে তিনি মিগ-২১ বাইসন বিমান ওড়ানোর ক্ষেত্রে বুৎপত্তি অর্জন করেছিলেন। তিনি পাঞ্জাবের আম্বালা থেকে কিছুটা দূরে অবস্থিত বায়ুসেনার গোল্ডেন অ্যারোস স্কোয়াড্রনের অন্যতম একজন সদস্য।
গত বছরের ২৬ জানুয়ারিও মনে রাখবেন অনেকে। সেদিনও দেশকে গর্বিত করেছিলেন আরও এক কন্যা৷ ভাবনা কান্থ। শিবাঙ্গীর মতো ২০২১ সালের এই বিশেষ দিনে তিনিও ছিলেন বায়ুসেনার ট্যাবলোয়। লেফটেন্যান্ট ভাবনা কান্থ ভারতের প্রথম মহিলা পাইলট।