অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। প্রজাতন্ত্র দিবসেও ভোট রাজনীতি। আজ বুধবার ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে ভোটমুখী দুই রাজ্য উত্তরাখন্ড এবং মণিপুরের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল প্রধানমন্ত্রীকে।
জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানানোর সময় তাঁর গলায় ছিল মণিপুরের ঐতিহ্যবাহী উত্তরীয়, মাথায় ছিল উত্তরাখন্ডের ঐতিহ্যবাহী টুপি। যে টুপিতে ছিল ব্রহ্মকমলের ছাপ। উত্তরাখন্ডের রাজ্যের প্রতীক এই ব্রহ্মকমল। মোদি কেদারনাথ গেলে এই ব্রহ্মকমল দিয়েই পুজো দেন।
রাজনৈতিক মহলের একাংশের কথায় মোদির এই হেন আচরণে অবাক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচের আগে তিনি রবি ঠাকুরের মত লম্বা দাড়ি রেখেছিলেন।
রাজ্যে যতবার প্রচারে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করেছেন। এটাই তাঁর প্যার্টান। এবার প্রজাতন্ত্র দিবসের মঞ্চকেও একই ভাবে ব্যবহার করলেন।