অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস। দেশের মানুষের কাছে ৭২ বছর আগে এটি একটি অবাক করার ঘটনা। তারা জানতই না এইদিন সম্পর্কে।
এখন যেমন আমরা আগের থেকেই আন্দাজ পাই এই ২৬ জানুয়ারির দিন কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কিন্তু তখনকার মানুষ একেবারেই কোনো আন্দাজ পাইনি , এই দিন সম্পর্কে। ৭২ বছর আগে কিভাবে উদযাপন করা হয়েছে এই দিনটি?
আসলে সেই সময়ে মানুষকে সমস্ত কিছু জানাতে, দিনটি সম্পর্কে সবাইকে আগে থেকেই অবগত করতে এই তালিকা।
কি কি ঘটনা ঘটবে সেই সব নিয়ে খাতায় কলমে বিস্তারিত বিবরণ ও তালিকা প্রকাশ করেছিল দ্য প্রেস ইনফরমেশন বিউরো। তাদের তরফ থেকেই প্রকাশ করা হয়েছিল এই বিজ্ঞপ্তি।
আজ ৭২ বছর পর প্রজাতন্ত্র দিবসের দিনে সেই পুরোনো নথী ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। একজন টুইটারে পোস্ট করেছে সেই দলিল।১৯৫০ সালের এই দলিল দেখে একেবারে আপ্লুত দেশবাসী।
পুরোনো সেই দলিল নিয়ে অনেকেই বলেছেন, ১৯৫০ সালের সেই নথী দেশবাসীকে অনেকটাই আপ্লুত করে তুলেছে। ডঃ রাজেন্দ্র প্রসাদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথাও উল্লেখ রয়েছে সেই নথীতে। তাই আরো বেশী আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে বলে মনে করছে অনেকে।