অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। চিঙ্কি-মিঙ্কি নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন ক্রিয়েট করেন দুই বোন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট থেকেই উত্থান তাঁদের। বেশ জনপ্রিয়ও তাঁরা। কাজ করেছেন বেশ কিছু টিভি-শোতেও। এবার এই যমজ সহোদরার এক বোন সমৃদ্ধির জীবনে বিপর্যয়।
সমৃদ্ধি পায়ে মারাত্মক সংক্রমণ নিয়ে ভর্তি হাসপাতালে। বোন সুরভী জানিয়েছেন, দেরি হলে পা বাদ যেতে পারত সমৃদ্ধির। এই মুহূর্তে হাঁটতেও পারছেন না তিনি।
সুরভী জানিয়েছেন, পায়ে কড়া হয়েছিল সমৃদ্ধির। ব্যথা ছিল না কোনও। ওষুধও খেয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই গোটা পা জুড়ে শুরু হয় ইনফেকশন। সবচেয়ে খারাপ অবস্থা হয় পায়ের উপরের পাতায়।
তিনি বলেন, “আমরা আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছিলাম। কিন্তু গত দু-তিন সপ্তাহ থেকে ও হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে। ওকে হাসপাতালে নিয়ে গেলে জানানো হয় অস্ত্রোপচার ছাড়া কোনও গতি নেই।”
তিনি আরও বলেন, আগামী বেশ কিছু দিন হাঁটতে পারবেন না তাঁর দিদি। তাই আপাতত ভরসা সেই হুইলচেয়ার। ভেরিফায়েস ইনস্টা পেজ থেকে দিদির সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। গোটা বিষয়টি সেখানেও জানিয়েছেন।