স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৫ সেপ্টেম্বর ।।কুমারঘাট এর পাবিয়াছড়া বাজারে একই রাতে পর পর আবারও তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কুমারঘাট থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। দোকান ঘরের দরজা ভেঙ্গে চুরে দল ভিতরে ঢুকে প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। উল্লেখ্য এর আগেও পাবিয়া ছড়া বাজারে বেশ কয়েকটি দোকানে পরপর চুরির ঘটনা ঘটে।
পরপর চুরির ঘটনা ঘটলো পুলিশ চোরদের টিকির নাগাল পায়নি।পরপর এসব চুরির ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ব্যবসায়ীসহ স্থানীয় জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর এইসব চুরির ঘটনা সংঘটিত করে চলেছে।উল্লেখ্য লকডাউন জনিত পরিস্থিতিতে ব্যবসায়ীরা সন্ধ্যারাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ঘরে চলে যান। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর এসব চুরির ঘটনা সংঘটিত করে চলেছে।
লকডাউন চলাকালে পুলিশ ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও কার্যত পুলিশ কোনো টহল দিচ্ছে না বলে অভিযোগ। পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। পরপর এসব ঘটনার পর পুলিশের অস্তিত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।কুমারঘাট এবং পাবিয়া চোড়া বাজারে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো জন্য ব্যবসায়ীসহ স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়েছেন।