অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। অন্যান্যবারের তুলনায় এবারের কুজকাওয়াজ একটু আলাদা৷ ১৯৭১ সালে যুদ্ধ করে স্মরণ করা হচ্ছে এ বছর। তাই এবারের প্যারেডে সেঞ্চুরিয়ান ট্যাংকের উপস্থিতি উল্লেখযোগ্য।
একাত্তরের যুদ্ধে পাকিস্তান সেনাকে নাকানিচোবানি খাইয়েছিল সেঞ্চুরিয়ান। ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর তুরুপের তাস হিসেবে গণ্য করা হয় এই যুদ্ধযানটিকে। বসন্তর যুদ্ধে, পাকিস্তানের একটি সাঁজোয়া ডিভিশন এবং ১ কর্পসের একটি ব্রিগেড সেঞ্চুরিয়ান ট্যাঙ্কে সজ্জিত ভারতীয় ১ কর্পসের দুটি ব্রিগেডের মুখোমুখি হয়েছিল।
সেঞ্চুরিয়ান সজ্জিত ভারতীয় সেনার হাতে ৪৬ টি ট্যাংক ধ্বংস হয়ে পাকিস্তানের। হতাহতের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। ‘দ্য পুণা হর্স’ রেজিমেন্টের ক্যাপ্টেন রাহুল শর্মা ছিলেন প্যারেডের অগ্রভাগে।
প্যারেডে অপর উল্লেখযোগ্য ট্যাংক PT-76 এর নেতৃত্বে ছিলেন ৬৯ আর্মার্ড রেজিমেন্টের ক্যাপ্টেন আংশুমান তিওয়ারি। PT-76 ১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৭১ সালের বগুড়ার যুদ্ধ ৬৯ আরমার রেজিমেন্ট কাছে PT-76 ট্যাঙ্ক ছিল ভরসার অপর নাম । ‘৭১ সালে গরীবপুরের যুদ্ধ। মাত্র ১৪ টি PT-76 ট্যাঙ্ক সহ ভারতীয় সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পাকিস্তানী সেনার বিরাট দলকে পরাস্ত করেছিল। পাক সেনার প্রচুর ক্ষয়ক্ষতিও ঘটেছিল ভারতীয় সেনার হামলায়।
এদিনের কুজকাওয়াজে 75/24 প্যাক হাউইটজার এবং OT-62 TOPAZ সাঁজোয়া গাড়ি, দুটি MBT অর্জুন MK-I ট্যাঙ্ক, একটি BMP-I পদাতিক যুদ্ধযান এবং দুটি BMP-II সামরিক সেনার যুদ্ধযান, একটি 75/24 প্যাক হাউইটজার, দু’টি ধনুশ হাউইটজার, একটি পিএমএস ব্রিজ-লেয়িং সিস্টেম- সহ একাধিক যুদ্ধাস্ত্র ছিল একাত্তরের স্মৃতিতে।