অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারী।। রাশিয়ার সামরিক অভিযানের আশঙ্কা বাড়তে থাকায় দূতাবাস কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ইউক্রেন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র।
রবিবার এক নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আবশ্যিক নন এমন কর্মকর্তারাও সরকারি খরচে ইউক্রেন ছাড়তে পারবেন।
একই সঙ্গে ইউক্রেনে থাকা সব আমেরিকান দেশটি থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করতে পারেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে বলেও জানায় আলজাজিরা।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অতি আসন্ন এমন আশঙ্কা আরও বাড়লো।
এর আগে কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে কোনো সময় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হতে পারে। ’
‘এমন আকস্মিক মুহূর্তে আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো অবস্থায় থাকবে না যুক্তরাষ্ট্র সরকার। ফলে যেসব নাগরিক বর্তমানে ইউক্রেনে আছেন, তাদের সে অনুযায়ী পরিকল্পনা করা উচিত’ জানায় দূতাবাস কর্তৃপক্ষ।
রাশিয়া ব্যাপকহারে ইউক্রেন সীমান্তে সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন বাড়াচ্ছে। গত ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রাইমিয়া দখল করে নেওয়া রাশিয়া অবশ্য নতুন অভিযানের খবর নাকচ করে আসছে।