অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি|| রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। শেষ ওভারের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১ রানের জয় পেয়েছে ইংলিশরা।
বার্বাডোজের কেনিংস্টন ওভালে ইংল্যান্ডের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৭০ রান করে উইন্ডিজ। জয়ের জন্য শেষ ওভারে ক্যারিবীয়দের দরকার ছিল ৩০ রান।
টেল-এন্ডার ব্যাটার আকিল হোসেন একাই চালিয়ে গেলেন লড়াই।
কিন্তু শেষ পর্যন্ত হতাশই হতে হলো এই বাঁহাতি স্পিনারকে। পেসার সাকিব মাহমুদের করা ইনিংসের শেষ ওভারে ৩ ছয় ও ২ চারে ২৮ রান নিতে পারেন আকিল। এই ওভারে দুটি ওয়াইডও পায় উইন্ডিজ। তার মধ্যে শেষ তিন বলে তিন ছয় মেরেও ক্যারিবীয়দের জয় এনে দিতে পারেননি তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭১ রান করে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১০৩ রানে গুটিয়ে বড় ব্যবধানে হেরেছিল তারা। তবে এবার রান পেয়েছেন ইংলিশ ব্যাটাররা।ওপেনার জেসন রয়ের ৪৫ ও মঈন আলীর ৩১ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় ইংল্যান্ড।
দুজনে গড়েন ৬১ রানের জুটি। তার মধ্যে ফাবিয়ান অ্যালেনের ১১তম ওভারে ২৪ রান নেন রয়। ইনিংসের দ্বিতীয়ার্ধেই ১০৭ রান করে ফেলে ইংলিশরা। শেষ দিকে ২৭ রানের ক্যামিও উপহার দেন ক্রিস জর্ডান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় উইন্ডিজ। ৬ বছর পর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে ওপেনার ব্রেন্ডন কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রিস টপলি। এরপর আরেক ওপেনার শাই হোপকে রানআউট করে ক্যারিবীয়দের বিপদে ফেলে দেন এই বাঁহাতি পেসার।
৬ রানে দুই উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। সেই চাপ সামাল দেন নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো। তবে রোমারিও শেফার্ড নামার পর পাল্টে যায় ম্যাচের প্রকৃতি। ৫ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। শেষদিকে আকিলের ১৬ বলে ৪৪ রানের সুবাদে জয়টা প্রায় হাতের মুঠোয় এনে ফেলেছিল উইন্ডিজ। কিন্তু স্বস্তির জয়ে শেষ হাসিটা হেসেছে ইংল্যান্ড।দুই দলের পাঁচ টি-টোয়েন্টি সিরিজ সমতায় আছে ১-১ ব্যবধানে। বুধবার হবে সিরিজের তৃতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ১৭১/৮ (২০ ওভার), রয় ৪৫ (৩১), মঈন ৩১ (২৪); হোল্ডার ২/২৫, অ্যালেন ২/৫০
ওয়েস্ট ইন্ডিজ: ১৭০/৮ (২০ ওভার), হোসেন ৪৪* (১৬), শেফার্ড ৪৪ (২৮); মঈন ৩/২৪, রশিদ ২/২৪