স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জানুয়ারি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভিডিও কনফারেন্সে দেশের অ্যাসপিরেশনেল জেলাগুলির জেলাশাসকদের সাথে এক বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অ্যাসপিরেশনেল জেলার জেলাশাসকদের কাছ থেকে সংশ্লিষ্ট অ্যাসপিরেশনেল জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সরকারি বাসবভন থেকে এই ভিডিও কনফারেন্সে অংশ নেন। তাছাড়াও ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ, অ্যাসপিরেশনেল জেলার জেলাশাসকগণ সহ কেন্দ্রীয় মন্ত্রীগণ, মুখ্যসচিব, নীতি আয়োগের সিইও সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রনালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিভিন্ন অ্যাসপিরেশনেল জেলার জেলাশাসকদের বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে দৃঢ় সংযোগ স্থাপনের মধ্য দিয়ে কাজের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে মিশনমুডে সরকারের গৃহিত সমস্ত পরিকল্পনাগুলি বাস্তবায়ণ করতে হবে।
তবেই পরিকল্পনাগুলির সঠিক প্রয়োগ করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষও উপকৃত হবেন। প্রধানমন্ত্রী মানুষের সাথে জেলাশাসকদের ও প্রশাসনের আধিকারিকদেরকে নিবিড় সংযোগ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি অ্যাসপিরেশনেল জেলাগুলির উন্নয়ন কর্মসূচির নিয়মিত পর্যালোচনার উপরও গুরুত্ব আরোপ করেছেন। ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে উপস্থিত ছিলেন প্রধান সচিব জে কে সিনহা।