স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার , ৪ সেপ্টেম্বর৷৷তপশীলি জাতি মোর্চার উদ্দ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজনকরাহয়৷ ভারতীয় জনতা পার্টি তপশীলি জাতি মোর্চার উদ্দ্যোগে শান্তিরবাজার কমিউনিটি হলঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিতহয়৷ করুনা ভাইরাসের প্রভাবে বড় আকারে রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভবহচ্ছেনা৷
অপরদিক এই ভাইরাসের প্রভাবে অধিকাংশ লোকজন হাসপাতালে যেতে সংকোচবোধকরে৷ তাই রাজ্যের বিভিন্ন হাসপাতলে প্রতিনিয়ত রক্ত সংকট দেখাদিচ্ছে৷ এই রক্তের সংকট মেটাতে এগিয়ে আসলো ৩৬ শান্তিরবাজার মন্ডলের তপশীলি জাতি মোর্চার সদস্যরা৷ তপশীলি জাতি মোর্চা কতৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন তপশীলি জাতি মোর্চাার দক্ষিন জেলার সভাপতি তথা শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বিজেপির দক্ষিন জেলার প্রাক্তন সভাপতি তথা দক্ষিন জেলার জেলা সহসভাধিপতি বিভিষন চন্দ্র দাস, ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷ আজকের এই রক্তদান শিবিরে লোকজন ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করেন৷