Porimoni: ঢাকাই সিনেমার আলোচিত অফস্ক্রিন জুটি শরিফুল রাজ ও পরীমণির গায়েহলুদ

 

অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। শুক্রবার রাতে হয়ে গেল ঢাকাই সিনেমার আলোচিত অফস্ক্রিন জুটি শরিফুল রাজ ও পরীমণির গায়েহলুদ। আজ সম্পন্ন হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

 

এ দম্পতি কিছুদিন আগে জানিয়েছিলেন, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, দিয়েছেন মা-বাবা হওয়ার সুখবরও।

 

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি শেয়ার করেন নির্মাতা রেদওয়ান রনি।

 

সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে শুভ কামনায় ভেসেছেন দুই তারকা। এরপর রাজ ও পরী নিজেরাই ছবি শেয়ার করেন।

 

জানা গেছে, রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী। ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

 

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?