স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জানুয়ারী।।আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি (সিটিভিএস) আইআর বিভাগে পুনরায় সফল অস্ত্রোপচার করা হয়েছে।
নারায়ণপুর, ঊষাবাজার নিবাসী ৭১ বৎসর বয়সী এক ভদ্রলোক প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে গত ১২ জানুয়ারি ২০২২ জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় উনার হৃদযন্ত্রের চারপাশে রক্ত মিশ্রিত জল জমা হয়ে আছে এবং ফুসফুসের চারদিকে জলবেষ্টিত হয়ে আছে।
এমতাবস্থায় চিকিৎসকরা জরুরী ভিত্তিতে গত ১৩ জানুয়ারি ২০২২ রোগীর পেরিকার্ডিওস্টোমি অস্ত্রোপচার করেন। এটি ছিল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি (সি টি ভি এস) আইআর বিভাগে প্রথম এই ধরনের সফল অস্ত্রোপচার।
অস্ত্রোপচারটি করেন সি টি ভি এস ইউনিটের কনসালট্যান্ট ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যসহ চিকিৎসক ও টেকনিশিয়ানদের একটি দল। অ্যানেসথেসিস্ট ছিলেন ডাঃ সুরজিৎ পাল।বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানান।