Declared: রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগুলিকে তামাক মুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হল

 

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জানুয়ারি।।আজ ত্রিপুরার ৫০তম পূর্ণরাজ্য দিবস। রাজ্যের এই বিশেষ দিনটিতে রাজ্য সরকার রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিসগুলিকে তামাক মুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে।

 

গত ১৩ই ডিসেম্বর ২০২১ এ ত্রিপুরা তামাক নিয়ন্ত্রণ প্রকল্প শাখার স্টেট লেভেল কোর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুখ্য সচিব কুমার অলক। এই সভায় ত্রিপুরা রাজ্যকে তামাক মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

 

এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের ৫০তম পূর্ণরাজ্য দিবসে ২১ জানুয়ারি, ২০২২ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগুলিকে তামাক মুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা। তাছাড়াও স্কুলের ১০০ গজ দুরত্বে ইয়েলো লাইন রেখা টানার কর্মসূচি যার মধ্যে তামাক ব্যবহার, বিক্রি, বহন নিষিদ্ধ করার কর্মসূচি বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে।

 

ত্রিপুরা রাজ্যের সর্ব ভারতীয়স্তরে সর্বোচ্চ তামাক সেবনকারীর (জি.এ.টি.এস-২) পরিসংখ্যানকে কমিয়ে আনার পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

সর্বস্তরের স্বতঃস্ফূর্ত ভূমিকা এইক্ষেত্রে একান্ত কাম্য। তাছাড়া ইতিমধ্যে জেলায় তামাক বিরেধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করা হচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

 

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?