অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি|| আবারো মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে শিরোনাম হলেন বিরাট কোহলি।
পার্লে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১ রানে হেরে যাওয়া ম্যাচে তেম্বা বাভুমার সঙ্গে লেগে যায় ভারতের সাবেক অধিনায়ক কোহলির। দুজনের উত্তপ্ত বাদানুবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৯৬ রান তোলে।
অধিনায়ক বাভুমা ১১০ ও রাসি ফন ডার ডুসেন অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৬তম ওভারে ঘটে ওই ঘটনা। যুজবেন্দ্র চাহালের বলে বাভুমা শর্ট কভারে শট নিয়েছিলেন। সেখানেই ফিল্ডিং করছিলেন কোহলি।
বাভুমার মারা শটের বল ধরেই উইকেট লক্ষ্য করে বুলেট বেগে ছুড়ে দেন কোহলি। যদিও বিন্দুমাত্র রানআউটের সুযোগ ছিল না।
বাভুমার মনে হয়েছিল যে, কোহলির থ্রো-তে তিনি আহত হতে পারতেন! আর এরপরেই দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি।
ম্যাচটায় ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রানে থামে ভারতের ইনিংস। ব্যাট হাতে কোহলি ৫১ রান করেন।
ইনিংসটি খেলার পথে বিদেশের মাটিতে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়েন কোহলি। ছাড়িয়ে যান শচিন টেন্ডুলকারকে।