অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। অনুর্ধ্ব ১৮দের করোনা চিকিৎসায় নতুন গাইড-লাইন আনল কেন্দ্র। করোনায় এই বয়সীদের দেওয়া যাবে না ককটেল থেরাপি, রেমসিডিভির, মলনুপিরাভি অ্যান্টিবডি ককটেল থেরাপি। দেওয়া যাবে না কোনও স্টেরয়েড। মৃদু উপসর্গ হলে এই নির্দেশ মেনে চলতে হবে। গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করাতে হবে।
একমাত্র গুরুতর অসুস্থ হলে সঠিক সময়ে, সঠিক পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা যেতে। তবে মৃদু উপসর্গ থাকলে কখনই দেওয়া যাবে না স্টেরয়েড। কোভিডমুক্ত হয়ে বাড়িতে আসার পরেও দু’মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।
ক্রমশই করোনা, ওমিক্রন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল। গতকালের তুলনায় সংক্রমণ ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮২ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৮৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩২৬ জন।